আমি এই পৃথিবীতে এসেছি,
হয়তো তোমার নীল সমুদ্রের মতো প্রশান্ত দুটি চোখে,
রাতের আকাশ দেখার ইচ্ছা জেগেছে বলে।
হয়তোবা,তোমার নক্ষত্রের মতো রূপের তুষার লয়ে,
হেটে যেতে নদীর তীর বেয়ে থেমে যাওয়া সমুদ্রের নীড়ে।
তোমার কৃষ্ণচূড়া ফুলের মতো লাল মুখের পানে চেয়ে,
হয়তো হারিয়ে যেতে এসেছি এই গোধূলির রাঙা বেলায়,
আঁধারের নির্জনতায়,কিংবা জোনাকির মেলায়।
ঘাসফড়িং এর মতো চঞ্চল এক হৃদয়
যেন আত্মাহারা আজ তোমার প্রেমের গন্ধের মাদকতায়।