যদি বাঁচতে চাই এই পৃথিবীর পরে,
তাহলে বাঁচার জন্য আমার তোমাকেই লাগবে।
যদি কারো হাত ধরে হাঁটতে ইচ্ছে হয় এই পৃথিবীর পথে,
তাহলে হাঁটার জন্য আমার, তোমার হাত দুটোই লাগবে।
যদি কারো চোখে চোখ রেখে গভীর ইচ্ছে জাগে একবার ভালোবাসি বলতে,
তাহলে আমার ভীষণ করে তোমার চোখ দুটোই লাগবে।
যে বসন্তের উল্লাসে সমুদ্র কেপে উঠে,সে সমুদ্র দেখতে আমার তোমাকেই লাগবে।
যে আকাশের অশান্ত মেঘের গর্জনে প্রচন্ড বৃষ্টি ঝরে ধরণীর বুকে,
সেই আকাশ দেখতে, সেই প্রচন্ড বৃষ্টির জলে ভিজতে, আমার তোমাকেই লাগবে।
কোন নির্জন পাহাড়ের উপরে, যদি ইচ্ছে জাগে,
দুজন দুজনার হতে,একান্তে নির্ঘুম রজনীর পরে,
আমার সঙ্গী হিসাবে তোমাকেই লাগবে।
যদি কখনো সৃষ্টিকর্তা এসে তোমার সৌন্দর্য টুকু নেয় কেড়ে,
যদি কখনো তোমার গোলাপের মতো লাল মুখটা যায় হারিয়ে,
এই পৃথিবীর সবাই ও যদি কখনো তোমাকে যায় ছেড়ে,
তারপরে ও সেদিন আমার শুধু তোমাকে লাগবে।
এ জীবন চলার পথের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে,
যদি আবার পাড়ি দিতে মন চায় অনন্ত অসীমে,
তাহলে সেই অসীমের পথে আমার তোমাকেই লাগবে।
এই পৃথিবীর শুরু থেকে শেষ প্রান্তে, আমার শুধু তোমাকেই লাগবে।