আমার মতো পাগলামি তোমার জন্য আর কেউ করবেনা,
কেউ আর ঘন্টার পর ঘন্টা তোমাকে দেখার জন্য
দাঁড়িয়ে থাকবেনা স্কুলের গেটে কিংবা বাড়ির উঠানে,
আমার মতো কেউ আর তোমার গায়ের গন্ধে জেগে উঠবেনা মাঝ রাতে,
আমার মতো কেউ আর আকাশের পানে তাকিয়ে
লিখবেনা প্রেমের মহাকাব্য কিংবা কাল্পনিক রূপকথা,
আমার মতো কেউ আর তোমার কানের কাছে এসে বলবে না ,
চেয়ে দেখ হে প্রিয়সী, তোমার জন্য এক সাগর ভালোবাসা কিনে এনেছি!
আমার মতো কেউ আর তোমার অন্ধকার মুখে,
লক্ষ ভালোবাসার প্রদীপ জ্বলাবে না এক মুহূর্তের ভিতরে,
আমার মতো কেউ কি হবে,
যে তোমার জন্য অবলীলাক্রমে হাজার বছরের বিরহ সহিবে!
এখন তুমি আমি অনেক দূরে থাকি,
তবু কতো নিকটে, যেন চিরকাল,
এমন পাগলামি করিনা বহুকাল!!!