শুভ সকাল, বলা এক পাখি
নাম তার আঁখি,
আদর করে ডাকি,
মেঘের হৃদয়ে মাখি।
শরৎ এর শিউলির মতো
সুন্দর তার দুটি আঁখি,
আসমানী জোনাকির মতো,
আলো দিয়ে চলে দিবারাত্রি।
নীল প্রজাপতির মতো
তার নেই দুটি ডানা,
তবু সে উড়ে বেড়ায়,
হারাতে নেই তার মানা!!
দূরন্ত এক কিশোরী সে,
প্রশান্ত হৃদয়ের অধীকারী;
রজনীগন্ধার সুগন্ধী দিয়ে,
বরণ করে নেই তার উপস্থিতি।
হয়তো সে অভিমানী,
কখনো রাগের বিত্তশালী!
কখনোবা নীল পদ্মের মতো
' ' কোমল এক নারী''।
যদিও দেখিনি তার মুখখানি,
শুধু কল্পনায় এঁকেছি তার ছবি,
বাস্তবে সে যেমনই হোক,
আমার কাছে অপ্সরী।