আমার আকাশ খুব পছন্দ,
যেমন ধরো রাতের তারা ভরা আকাশ!
মাঝ দুপুরের মেঘলা আকাশ ও ভালোলাগে,
যদিও দুটো মাঝে পার্থক্য অনেক!
তবুও আমার দুটোই ভালোলাগে!
আকাশ মানুষের মতো রং বদলায়,
কখনো তাকে দেখলে মনে হয়,সে যেন নীলের সীমান্ত!
আবার কখনোবা মেঘে ঢাকা এক খন্ড ভূমি।
বসন্ত এলে আকাশ নিজের যৌবন ফিরে পায়,
তখন পৃথিবীর জন্য সে নিজেকে উন্মুক্ত করে!
কারন আকাশ মানুষের মতো অহংকারী নয়!
সবাই জানে আকাশ আর মানুষের মাঝে পার্থক্য অনেক!
যেমনটা সূর্যমুখী আর সূর্যের ভিতরে!
আমি সেই আকাশের মতো হতে চাই!
যার হৃদয়টা হবে প্রশান্ত মহাসাগরের মতো বড়,
যেখানে থাকবে মুক্ত হয়ে উড়ার স্বাধীনতা!
আমাকে আটকানোর মতো কেউ থাকবেনা!
আমি ছুটবো অনবরত------
আমার গতিবেগ হবে চলন্ত বিমানের মতো!
আমার কাছে আসমান আর জমিনের দূরত্ব হবে সীমিত!
মানচিত্রের মতো মনে হবে মহাবিশ্ব কে!
ধারিত্রীর বুকে ঢলে পড়বে আমার চঞ্চলতা!
আমার ভালোবাসা ঝুকবে দরিদ্রের দুয়ারে।
চাঁদ,সূর্য, আর লক্ষকোটি নক্ষত্র সালাম জানাবে আমাকে!
আর তখন কল্পনার বাস্তবতায় ভাসবো আমি।