আবার তোমার আমার দেখা হবে,
এই উড়ন্ত বালুর শহরে।
তুষার কণার মতো তুমি আবার এসে হিম করে দেবে আমার বহমান মন কে।
আবার নতুন করে চিনবো তোমাকে,
আবার নতুন কোন সুরে কোকিল ডাকিবে এই নির্জন বনে।
এই ফাল্গুনের সুগন্ধি ছড়ানো বাতাসে,
আবার তোমার গায়ের গন্ধ মিশে একাকার হবে।
আবার তোমাকে কাছে পাবার তিব্র ইচ্ছা জাগিবে হৃদয়ে।
হয়তো সেদিন আবার বসন্ত আসিবে এই ধুসর প্রান্তে।