ভাষার দাবিতে মিছিল হবে,
প্লেকার্ড, ফেস্টুনে ছেয়ে আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ,
রঙিন কালিতে লেপে আছে রাষ্ট্র ভাষা বাংলা করার দাবি,
জামার পকেটে পড়ে আছে প্রেমিকাকে না পাঠানো চিঠি,
ফিরে আসার জন্য বার পঁচিশ টেলিফোন করেছে জননী,
তবু ঘরে ফেরেনি কেউই!!!
মিলিটারির বুলেট পারেনি মুছে দিতে সেদিনের সাহসীকতা,
শহীদ হয়েছে ওরা।
বিনিময়ে এ দেশ পেয়েছে ২১শে ফেব্রুয়ারী, অশ্রুসিক্ত হৃদয়ের হাসি,
স্বাধীন সীমান্তে উড়ে আসা এক ভুখন্ডের চাবি, লাল,সবুজের খোলা দলিল।
যেন এক তরুণ-তরুণীর চেনা নীড়, জননীর শেখানো ভাষা।
হে বীর বাঙালি, তোমাকে দিলাম সবুজ খামে স্বাধীনতার বার্তা,
মরে যাওয়া প্রাণের কান্না, রাজপথে লেগে থাকা রক্তের কালো ছবি।