তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি,
আজ ১৪ ই ফেব্রুয়ারী, বিশ্বে ভালোবাসার দিবস।
যদি ও তোমাকে ভালোবাসতে আমার কোন দিবসের প্রয়োজন পড়ে না,
কারন সবার মতো আমার ভালোবাসা কোন দিবসে আটকে থাকে না।
আমার ভালোবাসা পাখির মতো মুক্ত!
ইচ্ছে হলেই উড়ে যেতে পারে দূর আকাশে,
গল্প করতে পারে মেঘের সনে,
কিংবা আসমানী জোনাকির মতো আটকে থাকতে পারে মহাশূন্যে।
আমি সমুদ্রের মতো প্রশান্ত হৃদয় নিয়ে ভালোবেসেছি তোমাকে।
সবাই বলে ভালোবাসার রং নাকি কৃষ্ণচূড়ার মতো লাল,
কিন্তু আমার কাছে তেমন মনে হয় না!
কারন ভালোবাসার কোন রং হতে পারে না!
এই ফাল্গুনের আমের মুকুলের মতো সুগন্ধি নিয়ে ভালোবাসা আসে সবার হৃদয়ে।
যে সেই অনুভূতি নিতে পারে প্রাণে,
তার জীবনে ভালোবাসা হয়ে উঠে এই বসন্তের বিকেলের মতো রঙীন।
আর যার অনুভূতি শূন্য হৃদয়,
তার জীবনে ভালোবাসা বেদনার মতো নীল।
তবে আমার ভালোবাসা বেদনার রং য়ে রাঙাবোনা বলে,
তোমার পছন্দ মতো, বসন্তের শিমুল,আর শরৎ এর শিউলি কিনে এনেছি,
সব বাধা ভেঙে, দিনশেষে তুমি আসবে, ফুলগুলো বাঁধবে তোমার খোপায়,
এই জোৎস্নায় রাঙাবে তোমার শরীর,উড়বে আলোর জোনাকি!
ফুটবে নক্ষত্রের ফুল,হৃদয়ের কুলে ভাসবে তোমার কালো চুল।