মিনারের চূড়ায় দাঁড়িয়ে  
মুয়াজ্জিন ডাকে,  
কিন্তু প্রতিধ্বনি আসে  
ধ্বংসস্তূপের গভীর থেকে।
মুয়াজ্জিনের কণ্ঠে আজান
তাতে কান্নার সুর
লেগে আছে বিষাদের ছায়া।

তার কণ্ঠে  
বিস্ফোরণের ধোঁয়া মিশে যায়।  
তবুও সে ডাকে,  
"আল্লাহু আকবার"—  
একটি প্রার্থনা,  
একটি প্রতিবাদ,  
একটি কান্না,  
যে কান্না পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ।