প্রাণ নিতে যদি চলে আসে আজরাইল,
বলবো কি তাকে, "একটু অপেক্ষা করো,
এখনো তো বাকি আছে কিছু স্বপ্ন,
কিছু অশ্রু, কিছু হাসি, কিছু কথা।"
আজরাইল, তুমি কি জানো,
একটি ফুলের গন্ধ কতটা মিষ্টি?
একটি শিশুর হাসি কতটা নির্মল?
একটি প্রেমের গল্প কতটা গভীর?
তুমি তো শুধু দূত,
প্রভুর হুকুম ছাড়া তুমি কিছুই নও,
কিন্তু আজ যদি তুমি আসো,
বলবো, "একটু সময় দাও।"
এখনো তো লেখা হয়নি জীবনের শেষ কবিতা,
এখনো তো বাকি আছে কিছু অপ্রকাশিত গল্প,
এখনো তো বাকি আছে কিছু অসম্পূর্ণ ইচ্ছা,
এখনো তো বাকি আছে কিছু অপেক্ষার পালা।
তুমি তো সেই সন্ধ্যার মেঘ,
যে আসে দিনের শেষে,
কিন্তু তার পরেও রাতের তারা জ্বলে ওঠে,
আর আমার প্রাণ তো তাঁরই হাতে।
প্রাণ নিতে যদি চলে আসে আজরাইল,
বলবো কি তাকে, "একটু সময় দাও,
এখনো তো বাকি আছে কিছু স্বপ্ন,
কিছু অশ্রু, কিছু হাসি, কিছু কথা।