মারা গিয়েই হয়তো বেঁচে গেলো সে,  
নিষ্ঠুর সমাজের হাত থেকে পেলো মুক্তি।  
অভিশপ্ত পৃথিবীর বাঁধন ছিঁড়ে,  
অবশেষে আলোর পথে সঁপে দিলো নিজেকে।