এরপর সিরিয়াল কার?
                         কার!
তোমার মায়ের নয়তো,
          আমার বোনের!
বাংলাদেশ,
তুমি লজ্জিত হবে কবে?
শুনে ধর্ষকের অট্টহাসি!
বুক ফাটা কান্না শুনেছে,
                        বিধাতা।
বিচার হবেই হবে,
      আরশের আদালতে!
মামলা নাকি মোকদ্দমা?
কোট কাচারি সেতো ,
                 অন্ধ সমাজ!
প্রধানমন্ত্রী যদি,
মায়ের জাত হয়ে থাকে!
ধর্ষণ  তবে কেনো
        এদেশের মাটিতে?
খোলা ময়দানে মঞ্চ হবে,
সব টিভি লাইভে যাবে।
হাতুড়ির বারি দিয়ে
               থিতলে দিবে,
লিঙ্গ টাকে!
তবেই তো থামবে,
নর-পশুদের হাসাহাসি।
কিসের আইন আর
       কিসের আদালত?
যে পক্ষ নিবে ধর্ষকের-
দিয়ে দে তোরা,
            ওর ডান হাত
ভেঙ্গে দে!
বাংলাদেশ,
তুমি লজ্জিত হবে কবে?
শুনে নর-পশুদের
                     অট্টহাসি!
টাকার নেশায় ওরা,  
     সারাদিন ঘুমে থাকে!
সন্ধ্যা হলেই যায়
                 মদের বারে!
উলঙ্গ নারীদের চিৎকার
                    শুনেছ?
কতো আহাজারি,
                     আহারে!
মানবতা?
          তুমি  জাগবে না
কখনোই!
যুবকের রাত কাটে,
                 পর্নহাবে!
আর কতো জ্বালাতন?
অথবা নারী নির্যাতন !
প্রশ্ন জাগে
            বুকের মাঝে!
বাংলাদেশ,
তুমি লজ্জিত হবে কবে?
শুনে পশুর অট্টহাসি!
শুনে নর-পশুর
                     অট্টহাসি!
শুনে ধর্ষকের অট্টহাসি!