সুতোয় বাঁধা শাপলা,
আকাশ বড্ড মেঘলা।
হিমেল হাওয়ায়,
ভেসে আসা তোমার
মন মাতানো সৌরভ!
দীঘির জলে,
ভেজানো তোমার
এলোমেলো কেশ!
মুগ্ধতা আমার
আকাশ ছুঁই-ছুঁই।
অপলক তাকিয়ে ,
তোমার
কাজল কালো
             আঁখি তে ।