মেঠোপথে হাটবো দুজনে,
একগুচ্ছ কদমফুল দেবো
                          উপহার।
বিকেলের রোদ্দুরে ভিজব,
                           দুজনে।
গোধূলি লগ্নের অপেক্ষায়।
তোমার নীল  চোখের,
                 কল্পগল্পে।
হাত বাড়িয়ে
         ছুঁয়ে নীলাকাশ।
মন ছুঁয়ে রেখো,
                  প্রেমিকা।
রবো প্রেমিক তোমার!