সেদিন ও হবে ভোর শেষ রাতের পরে
বিদ্ধস্থ নগরীতে আসবে আলোর হাতছানি
মুখোমুখি কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা
আসবে উৎসুক মানুষের সফলতার বানী।
কি লাভ বলো? মনমরা পাহাড়চূঁড়ায়
নিশ্চুপ থেকে হতাশায় ডুবে থাকার।
এসো, বিশ্বাসে আস্থা রেখে ডানা মেলো
সুখ দুখের পথ পাহারায়।
বলছিনা জয় নিশ্চিত,
বলছিনা সুখ আসবেই
বলছি, ভাল থাকার সঠিক মানে খুঁজে পাক
নির্বাক হতাশার এই পৃথিবী।
তোমার আমার আমাদের পথ হোক
একই সুতোয় বাঁধা স্বপ্ন
আমাদের মাঝেই বড় হোক
ছোট ছোট জমানো লগ্ন।