- পদ্মকুমার, আমায় ভালবাসো?
- হ্যাঁ, এখন বাসি।
- মানে কি!...
- একটু আগে কাজে ব্যস্ত ছিলাম, তাই তখন ভালবাসা প্রকাশের সময় ছিলো না যে!
- কেন ভালবাসো বালক ?
- তোমার চোখের অতল গভীরে মরতে চাই, তাই।
- ইসসস....... এভাবে বলো না!
- বালিকা!
- হুমমম পদ্মকুমার।
- চোখের ইশারায় কাছে ডাকো কেন বার বার?
- তোমার ভালবাসায় হারিয়ে যেতে চাই, তাই।
- কোথায় হারাবে একলাবতী? তুমি আমাতে ঘিরে।
বালিকার মুখে মৃদু হাসি
- বালক!
- বলো একলাবতী।
- হাটবে আমার সাথে দু পা? অচেনা পথে, এই হাতটি ধরে?
- হুমমমম এক শর্তে হাটতে পারি!
- কি শর্ত!
- পথে হাটতে হাটতে যদি তুমি পায়ে ব্যাথা পাও তবে তোমার হাতটি ছেড়ে তোমায় কোলে নিয়ে পথ চলতে চাই। রাগ করবে না তো?
বালিকা ছল ছল চোখে নিশ্চুপ হয়ে মাথা নত করে আনন্দ অশ্রু লুকানোর চেষ্টায়!
বালক তখন হাটু গেড়ে বসে দু বাহু বাড়িয়ে দীঘশ্বাস!