কি ভুল ছিলো তোমার আর আমার
বোঝার আগেই সব পথের এপার ও পার,
জোৎস্না নেমে আসুক ধোঁয়াটে খেয়াঘাটে
তোমার নামে ভালবাসা উড়াই মনের আঁখিপটে।
দগ্ধ দিনের শেষে আসুক সুখের হাতছানি
ভালবাসি এ কথাটি হোক না জানাজানি।
ভালবাসার ফাগুন তোমায় যায় কি ছুঁয়ে আজ?
স্বপ্নের শহরে আঁকা প্রেমের কারুকাজ।
আবেগের পিছুটানে মন তবু কড়া নারে,
দোটানায় তবু যেন ভালবাসা হাত বাড়ে।
আমাদের ছাদ হোক এক আকাশ
বিশ্বাসে কাছে ডাকো ফিরে এপাশ।
আবার এসে দাঁড়াও স্বরহীন বিষন্নতায়,
দুই হাতে জোৎস্নার গভীর মুগ্ধতায়।
দেখ না দূর পথে অবাক ভরা দৃষ্টিতে,
এসেছি তোমার কল্পিত এ পৃথিবীতে।
যা কিছু ছিলো ভুল তোমার আর আমার
চলো রাখি অভিমান পথের ওপার।