১৮-১২-২০১২
তুমি কি জানো- তোমার আগমনে ,
সপ্ন গুলো অসীমে মেলছে ডানা ।
তুমি কি জানো- তোমার আগমনে ,
গায়ক পাখিরা আর মানছে না কোনো মানা ।
তুমি কি জানো- তোমার আভায় ,
আলোকিত হচ্ছে ধরা ।
তুমি কি জানো- তোমার আভায় ,
সকালের রোদ আত্তহারা ।
তুমি কি জানো- তোমার হাসিতে ,
মুখরিত হচ্ছে চারপাশ ।
তুমি কি জানো- তোমার হাসিতে ,
আলোরিত বুকের বামপাশ ।
তুমি কি জানো- তোমার চাহনিতে ,
বসন্ত জেগেছে অসময়ে ।
তুমি কি জানো- তোমার চাহনিতে ,
খুন হচ্ছি প্রতিক্ষণে ।
তুমি কি জানো- তোমার ঐ রূপে ,
জোৎস্নারা আজ আলো দিছে উজাড় করে ।
তুমি কি জানো- তোমার ঐ রূপে ,
মুগ্ধ দু’নয়নে তোমায় দেখছি ভয় ভয় করে ।
তুমি কি জানো- তোমাকে দেখে ,
এক নিমিশে রাতটা ভোর হয় ।
তুমি কি জানো- তোমাকে দেখে ,
দীঘ সময়টা কিছুক্ষণ মনে হয় ।
(সংক্ষেপিত)