একাকিত্বের বিলাসিতা

মানুষ কখনও অনেক মানুষের ভিড়ে থেকেও একা হয়ে যায়।
এটা হয়তো একাকিত্বের বিলাসীতা ।
একাকিত্বের অসুখ ।
ভালো থাকুক প্রতিটি অতৃপ্ত আত্মা।

ভালো থেকো ।
কোন এক শেষ বিকেলের রোদ্দুর হয়ে তোমার জানালার গ্রিল টপকে দেখে যাবো ।
মনে রেখো অথবা ভুলে যেও ।

এসেছিলাম ক্ষনকালের অভ্যর্থনায় আর চলে যাচ্ছি মহাকালের ডাকে।
শুধু রেখে যাচ্ছি একগুচ্ছ কদম ফুলের মত ভালোবাসা ।
আর আমার একটা বৃষ্টি ভেজা ছায়া ।

আমার বাকরুদ্ধতা আমার অসহায়ত্ব।
আমার রাগ আমার হতাশা‌।
আমার সন্দেহ গুলো তোমায় হারিয়ে ফেলার আশংকা।

আমার রুদ্ধশ্বাস তোমাকে না বলা সহস্র ব্যথা।
আমার অবাধ্যতা তোমাকে ভুলে থাকবার চেষ্টা । আমার কান্না আমার বিশ্বাস ভঙ্গের প্রকাশ।

যে ভেঙ্গেছে নিরবে একটু একটু করে।
তাকে কি ফেরাতে পারবে?
ভালো থেকো নয়তো ভুলে যেও ।