আচ্ছা BCS টা কি !! এটা খায় না মাথায় দেয়?
শুনেছি, BCS ছেলে জামাই বানাতে মেয়ের বাবাদের লাইন পরে যায়!
ছেলে চিকন,বামন ,উগান্ডা ,গড়ন,টাকলা-ভুরি ...তাতে কি! এসব কোন ব্যাপার নয় ।
ছেলে BCS ক্যাডার এটাই বিশেষ পরিচয় ।
শুনেছি , BCS পাশ এডমিন ক্যাডাদের সরকার পাজেরো গাড়ি দেয় ।
সেই গাড়িতে করে সারাদিন নাকি ছুটোছুটিতে দিন যায় ।
সমাজের উপকার হবে কিসে সকাল সন্ধা এটাই ভেবে যায় ।
শুনেছি, BCS পেলে আরাম আয়েশে ডায়বেটিক্সটা হবার আছে ভয় ।
মাঝে মাঝে রাতের ঘুমটা হারাম হতে পারে অহেতুক দুশ্চিন্তায় ।
প্রতিবেশিদের কানাকানি নয় পাখা গজাবে প্রশংসায়।
শুনেছি , অমুক বন্ধুর নিখাদ ভালোবাসার হয়েছে পরাজয় ।
প্রেমিকা নাকি BCS ক্যাডার জামাই পেয়েছে তাই বন্ধুকে বলেছে গুডবাই ।
তাই বন্ধু এবার প্রতিশোধ নিতে BCS ক্যাডার হয়ে সেইরাম সুন্দরী বউ পেতে চায় ।
শুনেছি, ভুরিওয়ালা আর ব্যাকবেন্চার বন্ধু গুলো এবার প্রেমিকার সাথে বাজি ধরেছে BCS টা পাওয়া চাই ।
BCS এর আবেগটাকে পুজি করে এবার লেখক আর কোচিং গুলো নেমেছে রমরমা ব্যাবসায় ।
রঙ্নিন স্বপ্নের মুলো ঝুলিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে যখন বেকার জনতা BCS জ্বরে কাতরায় ।
এতো সেতো দেখে এবার বুঝি BCS টা দিতে হয় ।
লোকে বলে, প্রিলিতে নাকি একটু খাটলেই পাশ শুধু রিটেন আর ভাইভাতে আছে ভয় ।
ভাগ্যটাকে পুজি করে তাই ভাইভা অবধি যেতে মন চায় ।
শুনেছি, বাংলা, ইংরেজি ,গনিত আর সাধারণ জ্ঞান মিলেঝিলে প্রশ্ন হয়।
সব বিষয়ে মোটামুটি দক্ষতা আমার শুধু সাধারণ জ্ঞানটাকে অসাধারণ জ্ঞান মনে হয় ।
ইতিহাস আর সাহিত্য গুলো একদম গুলিয়ে যায় এ যেন মনে রাখাই দায় ।
এতো গল্পের হাতছানিতে সব ছেড়ে দিয়ে শুধু মন BCS Exam দিতে চায়।
ছোট বেলার বাংলা শিক্ষকের "তোমার জীবনের লক্ষ্য কি?" এই প্রশ্নে উত্তরটা একটু শুধরে দিতে ইচ্ছে হয় ।
ডাক্তার নয়, ইন্জিনিয়ার নয় স্যার শুধুই BCS ক্যাডার হতে চাই ।