হঠাৎ রাতে জেগে উঠি
পাশে আতীকা আর মুনমুন শুয়ে আছে
তারপরেও নিজেকে একা মনে হয়
ব্যর্থতা চারদিকে ঘিরে ধরেছে
গল্পগুলো ফিকে হয়ে যাচ্ছে
কতদিন আকাশটা ভাল করে দেখতে পাই না
অন্ধকার কুপে নিজেকে বিলীন করে দিচ্ছি
দেশের কথা দশের কথা
এমনকি পরিবারের কথা
কোথায় যেন হারিয়ে যাচ্ছে
আমাকে তোমরা ছেড়ে দাও
আমি চিৎকার করতে চাই
আমি প্রতিবাদ করতে চাই
আমি তোমাদের মতো শুন্য হতে চাই না।