ছোট ছোট কবিতাগুলো আমার
মিটি মিটি হাসে
তারা সব কাছে এসে বলে
আমায় অনেক ভালবাসে।

কিছু কবিতা ছিল আমার
ভালবাসায় ভরা
কিছু ছিল ছন্দঃহীন
একেবারে মড়া।

কিছু লাগতো গল্পের মতো
কষ্টের শেষ সীমা
বাস্তব বলে লক্ষ্যহীন
নেই কোন ক্ষমা।

বিদ্রোহী কবিতাগুলো
ছিল ভয়ংকর
কেঁপে উঠত শাসক
সাথে সরকার।

কবিতারা চলে যাও
আমার থেকে
আমার কবিত্ব আজ
গেছে বেঁকে।
১৯-০১-২০১৭