আব্বু, তুমি আসবে
-অতি মুনমুন

(১)
আব্বু, তুমি যখন বলেছিলে
"আমি তোমার ছোট্ট খোকন"
অবাক হয়ে তাকিয়ে থাকতাম
না বুঝে অনেক হাসতাম
আঁটটি বছর কেটে গেল
তোমার তো আর দেখা নাই
মজার মজার কথাগুলো
শুনতে খুব চাচ্ছি
হঠাৎ তোমার রূহ
শব্দ যেন পাচ্ছি।

(২)

ছন্দে ছন্দে বলতে কথা
রাত করতে পার
দুষ্ট সন্তানদের ধরে ধরে
দিতে বেতের মার।

দুঃখ আমার এতটুকুই
শেষের দিকে বুঝলে না
আমার কিছু অন্য কথা
সঠিক-বেঠিক খুজলে না।

রাজনীতি তুমি করেছিলে
দেশকে ভালবেসে
হাজার কষ্টের মাঝে তুমি
সব উড়িয়ে দিতে হেসে।

প্রতি কথায় আমি কেন
মিস করি তোমায় বেশি
কান্নায় আমার চোখ ভরে যায়
বলি, তোমার কাছে আসি।

চারটি বছর কেটে গেল
তোমার পাই না দেখা
নিজের মাঝে হঠাৎ এখন
তোমায় পাই একা।
২২-৩-১৯