তোমার মুখ থেকে ছড়িয়ে পড়ে না
জ্যোত্স্নার জল্পনা
তোমার চোখ ফেটে আছড়ে পড়ে না
বিগলিত বন্যা
তোমার ঠোঁট থেকে ছিটকে আসে না
মেধাবী ব্যাঞ্জনা ......
তবু তুমি , তুমিই তো
নির্দ্বিধায়
খুলে দিয়েছো রুপালি জানালা
নিঃসকোচে
নগ্ন হয়েছো নীপবনে
অঙ্কুরের বাতায়ন ভরে দিয়েছো
যৌবনের আঘ্রাণে
উত্তাল বৃষ্টির কলতানে ..........
আজ তৃষিত তৃণ আর বেদনার  বালি
ছাপিয়ে গেছে তিস্তাতীরে
বিষাদ বিন্দু ডুবেছে গভীরগহনে
সন্তপ্ত সিন্ধু মিশেছে মন্দ্রসপ্তকে
আজ তোমার চন্দন বন্দনা মেঘমল্লারে ......