যেদিন ছোঁব তোমাকে ,
:
সেদিন ফেসবুকের ওয়াল ফুটো করে বেরিয়ে আসবে ফড়িংরা .....
:
সেদিন চাণক্য চিবিয়ে ফেলবে একটা গোটা চন্দ্রগুপ্তকে
সেদিন চাঁদের মাটিতে পা মেলবে প্রথম চন্ডাল
সেদিন দ্রবীভূত হবে স্টেনলেস স্টিল
সেদিন হাওয়া মিশবে হায়নার হাহাকারে
শ্মসান আসবে সানাইয়ের সান্নিধ্যে
ঝড়ে ঝরে যাবে ঝাউ গাছের এক ঝাঁক কুসুম
কোকিলের কপালে কেউ পরিয়ে যাবে কুমকুম
সেদিনই দেখা যাবে রোনাল্ডের রফতার
সেদিনই গলে যাবে গোলাপি গ্লেসিয়ার
একটা দেশলাই কাঠের আলোয় দীপ্ত হবে দিব্যভূমি
ফাগুন ফুলে ভরে যাবে রঙ্গভূমি
বৃষ্টিস্নাত হবে বিষণ্ন বেগমজান ......
:
হয়তো বা ,
সেদিনই মুছে যাবে জোনাকির নাম আর নিসান
সেদিনই তৃষিতা তটিনীর তেষ্টা পাবে
একটা সভ্যতার সূর্য নিভে যাবে
হয়তো সেদিনই ,
ক্লীষ্ট হবে ক্রিশ্চিয়ানোর কামনা
নির্বাণে নিঃস্ব হবে শান্ত শ্রমণা
মাদ্রিদে নেমে আসবে মৌসলকাল
হয়তো সেদিনই বেরিয়ে পড়বে কঙ্কণার কঙ্কাল .......
:
হয়তো বা সেদিনই প্রথম ,
তামাকের গন্ধে তৃপ্ত হবে তৃণাঙ্কুর
ললিতার  লাবণ্য ছোঁবে প্রথম লবণজল !