আমার মুষ্টিবদ্ধ দু'হাত এক কোপে কেটে
নিয়ে চলো ফ্রাঙ্কোর মর্মর বধ্যভূমি তে
অথবা ঘোলাটে চোখ দুটো বেলচা দিয়ে উপড়ে ফেলো......
তবু আমার চামড়া থেকে এখন কোনো
বিমুগ্ধ প্রেমের সুবাস
ভেসে আসবে না ঋতুসুপ্ত জলে ,
নিজেকে ভালবাসার হাটে টুকরো
টুকরো করে বিক্রি করা সত্যিই অসম্ভব
যতদিন না ________
শৌর্যস্থানের হীনমন্য রামধনু পতাকাকে
পুড়িয়ে একরঙা গৈরিক বসনে শোভিত করা
যাচ্ছে,
যতদিন না সবুজদেশে লুপ্তপ্রায় হিন্দুদের
ঘরবাড়ীতে অগ্নিসংযোগ বন্ধ
হচ্ছে,
যতদিন না সমুদ্রবেলায় স্বয়ং ঈশ্বরের
মৃত্যুর নীলাভ বীজ পোঁতা হচ্ছে,
যতদিন না পৃথিবী থেকে বেকারত্ব ও শ্বাশ্বত
শান্তির ধর্ম চিরতরে মুছে যাচ্ছে_______
ততদিন আমি নিরালায় থাকতে চাই,
শ্যাওলার ছায়ায়,সজল চিলেকোঠায়
কলমি শাকের সামিয়ানায়.......
আমি
একা ছিলাম,
একাই থাকবো,
তোর বুকের উপর
শুয়েও অনন্ত একাকীত্বে ডুবে যাবো____
আমি জানি,
অথর্ব গাছের দুঃখে,
উদ্বাস্তুপাখির দুঃখে,
অন্ধ প্রজাপতির দুঃখে
সারাজীবন ভিজতে হবে,
তাই কাউকে সুখী
করতে সত্যিই পারব না ,
আর তাদের ভুলে একলা ঘরে
তোকে জাপটে ধরে আদরে
ভরিয়ে দিতে পারব না,
এতটা সার্থপর হতেই
পারি না,
তাই পাখি তোকে জোর করে
উড়িয়ে দিলাম আমার গোধূলি মাখা
আকাশ থেকে ,
তুই সপ্নীল সুখে থাক
অনন্তের কোলে,
স্ফীতোদোরা নিতম্বিনী হয়ে সুখে থাক
দিগন্তের বীর্যমুগ্ধ বালিশের তলে......