মহেঞ্জদাঢ়োর মৃত প্রেমিকেরা জেগে ওঠো
হলুদ সূর্যের উপর দিয়ে হেঁটে দেখিয়ে দাও
এখনো কি সবুজ ভালোবাসায় আছন্ন
মরচে পড়া বুক
অমলিন দগদগে ঘা যুগান্তরের চুম্বনের.....
সিন্ধু নদীর উপর দিয়ে বয়ে যায় অনন্ত সময়
চাঁদের আলো খেলা করে
উজ্জয়নীর বারাঙ্গনার খোলা বুকে
মোমমাখা নগরীর রাস্তায় ছড়ানো
ভগ্ন হৃদয়ের সহস্র চাবি,
রেশমীসূত্র,
পারদের বন্ধন,
মায়াবী নেশাধরা রক্ত........
নিঃশব্দের রাজ্য পেরিয়ে নেমে আসি
তোমার সম্মোহনী সমতলে
বৃষ্টির চেয়েও ছোট তোমার হাত
আকাশের চেয়েও মেঘলা তোমার চোখ
ঝরাপালকের চেয়েও নরম তোমার স্পর্শ
বাতাসে লিখে যাই সুগন্ধীলতার কবিতা
ঋতুসপ্ত জলে ভাসিয়ে দিই তোমার অস্তিত্ব
পাতার আড়ালে লুকিয়ে রাখি
আমার সেলুলয়েডের ভালোবাসা......