যারা ভালবাসে তারা ক্ষণজীবী হয়
তারা বেকারত্বের আশীর্বাদ ধন্য হয়
সূর্যাস্তের পর তাদের চোখের দীপ্তি নিভে যায়
তারা মাতৃস্তন্য হতে বঞ্চিত হয়
তারা বৃষ্টির কবিতা লিখতে পারে না
মা পাখির অভ্রভেদী কান্না শুনতে পায় না
শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তারা কেঁদে ভাসায়
নিজের হোমটাউনে টুরিস্ট গাইড খুঁজে বেড়ায়
ফেসবুকে ভিক্ষুকদের বিজনেস পেজ খুলে
হাজার হাজার লাইক কুড়ায়
নীলপদ্মের যোণিতে মদের সুগন্ধ খুঁজে পায়....
যারা ভালোবাসে,
তাদের ললিত বুকে পাতা ল্যান্ডমাইনে
হাজার কচি প্রজাপতির বধ্যভূমি
তুষারঝড়ে নতজানু সপ্নভূমি
তাদের ঠোঁটে গুটিবসন্তের গভীর ক্ষত
কপালে আঁকা উদ্বাস্তু রঙের প্রতিমা
কুড়চি গাছে ফোটা বেদনার প্রতিটি রক্তিম ফুল
অশ্রুমূলে অকালে ঝরে যায়.....
হে পিতা,
আমাকে এমন ভালোবাসতে শিখিয়োনা কখনো
যেখানে কৃষ্ণ অর্জুনের ভাতৃপ্রতীম সখ্যতায় একবুক জল ঢুকে যায়
এমন শুক্লপক্ষ কখনো দেখিয়োনা
যেখানে দর্পণের ভিতর একটা ষোড়শী চাঁদ ধর্ষিতা হয়
এমন পিনবদ্ধ ছন্দ কখনও দান করোনা
যেখানে কবিতার স্নিগ্ধতা শ্বাসকষ্টে মারা যায়....