শব্দ দিয়ে রুপসাগরের তীরে
একটা বাড়ি বানাতে পারতাম
তুমি তো কথাই বললে না
আমার প্রতিটি অক্ষর এখন বার্ধক্যে উপনীত
যে কোনো সময় ঝরে পড়তে পারে....
তেষ্টায় গলা শুকিয়ে গেছে
তুমি তো বাড়িয়ে দাউনি জল একফোঁটা
সুরূপা নগরীর রাস্তায়
আমি মুখ থুবড়ে পড়ে গেছি....
নীল যমুনার তীরে আমার চন্দ্রদ্যুতি
মন্দমধুর সম্ভাষণে
চব্বিশ ঘন্টা বাজিয়ে গেছি বাঁশি
তুমি কলাপিনী রঙ্গিনী গোপিনী
কাছে তো আসোনি........
হৃদয় শোভিত করেছিলাম অঙ্গরাগে
মালতিফুলের পরাগে
কুমকুম -- চন্দনের সৌরভে, সংরাগে
তবু তুমি কূলবতী সতী, পিনস্তনী
বুকের মাঝে একবার
আলতা পরা পা রাখোনি.......
এখন আগুনে রেখেছি শরীর, গোধূলিবেলায়
শেষলগ্নেও কী উপচে পড়বে না
তোমার অশ্রুময়ীর ভেজা চুল থেকে
কয়েক ফোটা স্নিগ্ধ ভালোবাসা
আমার বোবা কান্নার উপর.........