তুমি ফিরে এসো,
এখন পৃথিবীতে আর
সূর্যের দহনজ্বালা নেই
নদী আর ভাঙছে না
শাড়ীর লাইনে পদপিষ্ট হচ্ছে না মেয়ে-বউ
আমিও এখন অনেক পরিণত ,ছিমছাম
এখন আর আমি আগের মতো
অশ্রুনির্ঝর বালক নই....
যদি পারো একবার এসো,
আসন পেতে দেবো হৃদমাঝারে
রাখা রত্ন সিংহাসনে.....
পত্র,পুষ্প,ষোড়শ উপাচার,
সুগন্ধী ধূপ দিয়ে বরণ করে নেবো...
আসলে দেখতে পেতে,
সীমান্তে ড্রোন হামলা নয়,
চলছে গোলাপ বৃষ্টির প্রস্তুতি....
হিংসা,হত্যা,হনন নয়,
কাঁটাতারের বাতাস জুড়ে পুষ্পরেণু.....
স্ক্যান্ডেনেভিয়ার বরফে শিউলিফুল....
প্যালেস্তাইনে রাঙা পলাস....
চারপাশে সবুজের উৎসব ...
ফিরে এসো তুমি এই মধুময়
পৃথিবীর ধূলিতে...
আমরা সবাই তোমার প্রতীক্ষায়
তুমি না আসলে যে
পৃথিবীতে আর বসন্ত আসবে না...
ফাল্গুনী পূর্ণিমায় চাঁদ উঠবে না...
ফুলে সুগন্ধ থাকবে না....