আবার যদি কখনও
ভাস্কো দা গামার মশলা ভর্তি
জাহাজ - মাস্তুল ভেসে আসে সপ্তগ্রামে,
যদি নাব্যতা ফিরে পায় সরযূ নদী,
তখন নাহয় দারুচীনির দিশাহারা সুগন্ধ
খুঁজে নেবো তোমার মায়াময় বুকে.....
যদি কোনো গৌরসুন্দরের বিগলিত অশ্রুতে
পিচ্ছিল হয় নবদ্বীপের রাঙা রাজপথ,
প্রেম উপচে পড়ে যমুনার নীল জলে,
শ্রীরাধার ঠোঁটের মধুরিমায়
মুখরিত হয় কদমতলা......
পরিযায়ী পাখি আমি ,
তখন হয়তো ফিরে যেতে পারবো
তোমার ভালোবাসার নীঢ়ে.....
আবার যদি শাক্যমুনি ধ্যনস্থ হন
বোধিবৃক্ষের তলায়
তারপর নির্বানপ্রাপ্ত হন সুজাতার
স্নিগ্ধ চোখের ছায়ায়
তপোবনের সবুজ পাতায় লিপিবদ্ধ হয়
সাম্য - মৈত্রী- স্বাধীনতার বাণী
পৃথিবীর সব পতাকার রঙ হয় গৈরিক
তখন আমিও বিমুগ্ধ বিলীন হবো
তোমার মেঘরঙের প্রেমে......
তোমার সনাতনী বাহুর বন্ধনে ....