প্রিয়া!কল্পলোক ছেড়ে নেমে এসো
নগ্ন পায়ে, বাস্তবের মাটিতে........
দিগন্তের খাটে বিছানা পেতে রেখেছি ...
উড়বে স্বপ্নের তুলো ,
উপচে পড়বে সুখ....
দীপ জ্বলে উঠবে ঢাকনাখোলা হ্রদে,
পাতাঝরা সোনালি অরণ্যে ,
পালতোলা নৌকার নরম ইশারায়....
তুমি আমি একাকীত্বে একাকার ...
নদী নালা মেঘের দল পেরিয়ে
বৃষ্টি পায় আগুনের আলিঙ্গন ....
তোমায় জয় করি আমি!
তোমার স্মৃতি রোমন্থন করতে করতে
তোমার আরো গভীরে প্রবেশ করি!
পূর্ণতার কাছাকাছি পৌঁছে যাই...
অবশেষে একটা যুগের অবসান...
ক্লান্ত পায়ে রাতের শেষে
অপার শূন্যতার চাবিকাঠি হাতে নিয়ে
ফিরে যেতে হবে
আমার দুঃখে মরচে পড়া দারুচীনি দ্বীপে....