অনেক বছর পরে কাল মাঝরাতে
একটু কাঁদলাম,জাস্ট একটুখানি !
অনেকদিন পর কাল স্মৃতির দ্বীপে
পৌঁছে দেখি চারদিকে শুধু জল
আর জল, কেউ কোথাও নেই......
ঢেউ আছড়ে পড়ছে ঢেউ এর উপর...
ছিন্নভিন্ন স্মৃতির সুগন্ধীমালা!
কোনো শিশুর হাসি,
কোনো বৃদ্ধের কাশি,
কোনো রিনিঝিনি কিঙ্কিনীর আওয়াজ ..
কিচ্ছু শুনতে পাচ্ছি না!
শুধু দেখতে পাচ্ছি দুরে দাড়িয়ে
একটা ভাঙাচোরা তুলসীমঞ্চ
আর মাটিতে আলো ছড়াচ্ছে
স্বপ্নের সুতো দিয়ে বোনা
নীল শাড়ির আঁচল!
ঝিরিঝিরি শান্তির লাবণ্য ছড়াচ্ছে
নরম ঠোঁট দিয়ে
ভেসে আসা শঙ্খের শব্দজাল..........
পাখির স্বরে কথা বলছে
কোনো মেয়েলি গলা......
না আর কিছু দেখতে পাই নি...
আর কিছু শুনতে পাই নি!
কাল সারারাত আকন্দ পাতায়
চাঁদ থেকে মধু ঝরছিল টিপ টিপ করে......
কাল নয়ন হ্রদে শিশির
জমছিল ফোঁটা ফোঁটা হয়ে!