আমরা কোনোদিন ভালোবাসবো না....
কারন ভালোবাসা কথটায়
জন্মজন্মান্তরের পাপ লেগে আছে,,,,,,,
তাছাড়া ভালোবেসে কোনোদিন
কিনে দিতে পারবো না
তোমায় কোনো স্বর্ণকলস.....
যেটা নিয়ে তুমি ভিজে মেঘলা চুলে
গর্বে রাঙা মুখে জল আনতে
যেতে পারতে সুবর্ণরেখার নদী ঘাটে.......
হাতে তেমন সময় নেই,
যে তোমার জন্য বানিয়ে যেতে পারবো
কোনো সুরভিত স্বপ্নসেতু,,,,,
তাই ভালোবাসার কথা
বাদ দিয়ে কাছে এসো একটু,,,,,,
ধুলোভরা উপবীতে রেখো হাত,
আমি উড়ে চলে যাবো
কোনো আলোকিত দিব্যভূমিতে........
নাহয় চোখে চোখ ঢুকিয়ে দাও,
তোমায় নিয়ে যাবো
মেঘলোকের ভাসমান রেঁস্তোরাতে,,,,,,
নাহয় আরও একটু এগিয়ে এসো
তোমার সারা শরীর জুড়ে দিচ্ছি
লাল দোপাটি ফুলের তিরতিরে
কেঁপে ওঠা মোহন স্পর্শ ,,,,,
জানি তুমি চলে গেলে
আমি দুঃখে নতজানু হবো,
আমি মরে গেলে
তুমি পাগলপারা হবে........
তবু আমরা কোনোদিন কাঁদবো না.......
আমরা কোনোদিন ভালোইবাসবো না!