সবুজ ধানক্ষেত,
শিশির ভেজা শিউলি ,
স্বপ্নপালক রাজহাস,
নকশীকাথার মাঠ.....
যা ছিল আমার সব
তোমায় বন্ধক দিলাম....
আমার শৈশবের স্বপ্নের রঙতুলি,
কৈশোরের লুকোচুরি ,
যৌবনের শ্বেতপদ্ম ,
বার্ধক্যের বারণসী তোমায় দিলাম.....,
আমার অহঙ্কার,রবীন্দ্রসঙ্গীত,
গোলাপ বাগান ,
অঝোর বর্ষার গান তোমায় দিলাম.....
আমার মধুমতী নদী ,
অর্জিত সামান্য টাকা,
ভাঙা ঘর ,বোনের হারিয়ে
যাওয়া নূপুর ,চাঁদের
আলোও তোমায় দিলাম....
আমার সমস্ত অলস দুপুর ,
বিষাদময় সন্ধ্যা ,পরাগের
সুবাসমাখা রাতগুলি
বিলিয়ে দিলাম
তোমার পায়ে
অশ্রুর মতো,তৃষ্ণার মতো.......
অন্ধ বাবার আকুলতা,
মায়ের চোখের কালি,আর স্নেহের
আঁচল তোমােকই দিলাম
তোমার চোখেই বন্ধক
আমার সমস্ত কবিতা,,,,
তোমার মধুমন্তী ঠোঁটের
কাছেই আমার আত্মার ব্যাকুলতা,,,,,
চন্দন কাঠের সুগন্ধে
অগ্নিভ আধারে বিলীন হয়ে
যাওয়ার পর দু ফোঁটা
চোখের জল ফেলার অধিকার
তোমাকেই দিয়ে গেলাম!!!!