তোমার শরীর হবে
নিরালা সমুদ্র সৈকত.......
যেখানে আমিই প্রথম বেরাতে এসেছি....
ভেসে যাচ্ছে সুস্নিগ্ধ গান
অপরুপ নদীটির তীরে...
ভালোবাসি কথাটায় জন্ম জন্মান্তরের
পাপ লেগে আছে,,,,,
তাই ভালোবাসা কথাটি
কোনোদিনো বলবো না!
তার থেকে এগিয়ে এসো
তোমার চোখে আমার চোখ..
তোমার ঠোঁটে আমার
অভিমান ঢুকিয়ে দিচ্ছি......!
না হয় আরো একটু এগিয়ে এসো
তোমার সারা শরীরে
এঁকে দিচ্ছি শ্রীবৎস ট্যটু......!
তোমার দেহলতা হবে
সুগন্ধময় চন্দনের আলমারি.....!
তোমার নিশ্বাস হবে তরবারি..
মধুরাত নকশালবারি.......!
আজ বেদনার নীল চোখে
তুমি ভীষণ দরকারি ......!
যাতে তোমার দুখে
বাকি সব দুঃখগুলো ভুলতে পারি.....!