ঘুমিয়েছিলাম কোনো গুহার কোণে ,অন্ধকারে
তুমি সোনার কাঠির ছোঁয়ায় ঘুম থেকে জাগিয়ে তুলেছো,
এসেছি আলোর সরণীতে
এনেছো কাশফুলের দোলায়,
আগমনীর আবাহনে,
পরাগমাখা হাওয়ায়,
মেঘ-কোকিল দেশে,
নীলাকাশের অসীম ব্যাপ্তিতে....
চিনিয়েছো মাটি-আগুন-ভালোবাসার সম্পর্ক ,
মুছে গেছে ঈশ্বর কণা ও অশ্রুকণার পার্থক্য,
অনুতে পরমাণুতে কল্পবৃক্ষে ছড়িয়েছো সকৃতজ্ঞ মায়া....
কপালে এঁকে দিয়েছো সৌভাগ্যরেখা...
তুমি আমার মা...