পৃথিবীর সমস্ত আলো তোমার চোখের কোণায় এসে
ঘুমিয়ে পড়েছে ,
দীপাবলির রাতে আলোকমালায়
ভাসে শহর-নগর....
আঁধারে ডুবে আমার
জন্মান্ধ প্রিয়ার বাহির-ঘর.....
পাথর চোখে তুমি আজ রক্তমুখী নীলা...
চলো আজ তোমাকে নীল শাড়িতে সাজিয়ে দিই...
দুজনে হেঁটে যাই নীলনদের তীরে,
স্মৃতিময় কদমতলায়....
আমার চোখের আলো তোমায় পথ দেখাবে ...
বুকের মায়াবী হ্রদে আশ্রয় পাবে
তোমার চোখের জল....
কাটারির এক কোপে একফালি চাঁদ
কেটে বসিয়ে দেবো তোমার ঠোঁটে...
তারাদের বীজ ছড়িয়ে দেবো
তোমার খোলা পিঠে...
নক্ষত্রখচিত ট্যাটু আঁকবো
তোমার মায়াভরা স্তনের মাঝে...
গুঁজে দেবো বকুলফুল
তোমার নাভিমূলে....
তোমার শরীর হবে স্বচ্ছতোয়া আয়না,
কেঁপে কেঁপে উঠবে দমকা হাওয়ায়...
কানামেয়ের স্পর্শসুখের উল্লাসে
আমি তখন লাবণ্যকুমার...
তুমি তখন আমাকে দেখে নিও...
ছিনিয়ে নিয়ে এসো তোমার মধ্যে
থাকা আমাকে...
দীপ জ্বেলে দিও,
রুপকথার আলো আঁধারি রাস্তায়॥