মৃত্যুর নির্মম তরোয়াল বুকে আঘাত আনার আগে
একবার অন্তত তোমার ঠোঁট ছোঁক আমার ওম......
ফুল শুকিয়ে যাওয়ার আগে শেষবারের মতো একটা মালা গেঁথে নাও.....
নীলাভ বৃষ্টিতে অন্তত শেষবারের মতো একবার ভিজে নাও আমার সাথে.....
সারারাত কশাই এর বিছানায় কাটাও
অন্তত একবার আমার কাছে এসো....
আমার বাহুপাশে এসো
শুধুমাত্র
ভোরের স্বপ্নটুকু নিয়ে,,,,,,,