হয়তো আর কোনোদিন বৃষ্টিভেজা নীল
জামাটি পরে হাসিমুখে সূর্যের দিকে
তাকাতে পারবো না...........
হয়তো আর কোনোদিন ঘুমের ওষুধ ছাড়া আর
ঘুম আসবে না...........
আর হয়তো সেই নীল ঠোঁটের পাখিদুটোকে
দেখবো না শিউলিতলায়.....
পুতুল পুতুল রাঙাকণ্যাদের শরীরে আর
কোনোদিন পাবো না বনপলাশের সুগন্ধ......
রুপশালী নদীটির তীরে সোনালী অরণ্যে
শুনবো না হলুদ হরিণের স্বপ্নিল পদচারণা....
সূর্যাস্ত আর কখোনো দেখাবে না রঙিন
প্রজাপ্রতি......
চিকন শ্রাবণের ছোয়াঁয় হৃদয় জুড়ে এখন কঠিন
অসুখ.........
ঋতুমুগ্ধ হয়ে সাঁতার কাটি একবুক অশ্রুসুপ্ত
জলে...........