জন্মান্তরের দুঃখ ভুলে ঝর্ণাতলায় স্নান করে
তোমাকে চিঠি লিখতে বসেছি.....
বাইরে রঙ্গন গাছে ফুটেছে থোকা থোকা
ফুল......
গাছের ডালে নাম না জানা গোলাপী ঠোঁটের
পাখি,,,,,
পাখির মখমল পালকে লেখা হচ্ছে শারদীয়ার
কবিতা,,,,,
তারি মাঝে নিঝুম অন্ধকারে শিশু জোনাকি,বুড়ো
নক্ষত্র নিয়ে আমাদের ছোট্ট পাড়া.....
সমুদ্রে ট্রাফিক জ্যামে আটকে পড়েছে
কর্পোরেট তিমি.....
বাইরে কী সুন্দর ঝলমলে স্বপ্নিল রঙের
পৃথিবী ....
অন্তরে হৃদকমলে জমেছে হতাশার কালো
মেঘ,বিন্দু বিন্দু ঘাম,ফোঁটা ফোঁটা অশ্রু....
তবুও দুচোখে ফাগুন মেখে শূন্য মহাকাশের
এক কোনে
জানালার ধারে দিগন্তের খাটে  বসে তোমাকে চিঠি লিখছি!!!!