ওই তো তোমার পদ্মাভ চোখ ,,,,
চোখের নীচে কাশবনের স্নিগ্ধ ছায়া....
তুমি একবার দৃষ্টি দিলে সৃষ্টির দরজা খুলে যায়......
সুকেশিনী ওই তো হাওয়ায় উড়ছে তোমার
চিকন কালো চুল.....
আর চুল থেকে ভেসে আসা বৃষ্টিধোয়া
অরণ্যের সৌরভ.....
ওই তো তোমার ঠোঁট,,,,,
চন্দ্রালোক নিঃশৃত অমৃতধারায় সিক্ত.....
ওই তো তোমার ঢেউখেলানো কমনীয়
শরীর.....
সেখানে রঙ বেরঙের প্রজাপ্রতির চুম্বনের
দাগ....
সুবেশা শহুরে কাকেরা
তোমার উন্মুক্ত বুকে লিখেছে কামসূত্রের
শ্লোক.....
চড়ুই পাখিরা তোমার মাংস খুবলে নিয়ে
তোমার নগ্ন পিঠে করেছে চড়ুইভাতি...
তুমি কাউকে বাধা দাওনি,প্রতিবাদ করোনি..
পরম আবেগে তাদের আঁকড়ে ধরেছো...
বিমুগ্ধ হয়েছ,বিগলিত হয়েছ,শিহরিত হয়েছো....
আর আমি!
ভাঙা কাচের মতো
টুকরো টুকরো হয়ে গুঁড়িয়ে গেছি।
অগ্নিদগ্ধ লতার মতো
ঝলসে গেছি॥