হে মৃত্যু ,,,,
হস্তিনী নারীর মতো এসে তুমি আমাকে
গভীরভাবে জড়িয়ে ধরো ....
তীক্ষ্ণ লাল ঠোঁটের ফলায় আমায়
ছিন্নভিন্ন করে.....
তোমার প্রবল স্তনের অভিঘাতে আমি
মূর্ছা যাই .....
রেলগাড়ির মতো তোমার শরীরের নীচে
আমায় পিষে মারো.....
স্বর্পিনীর মতো দুই বাহু দিয়ে আমার গলা
টিপে ধরো....
অরুপ মাধুরী দিয়ে অঙ্গে অঙে হিয়ায়
হিয়ায় আগুন জ্বালো.....
পুড়ে ছাই হোক স্বপ্নের মতো
তুলো,অশ্রুকণা,জন্মান্তরের পুরানো রোগের
য্ন্ত্রণারা,,,,,,
শান্তি,রক্ত ও শীৎকারের সমুদ্রে ভাসিয়ে
দেব রমণক্লান্ত দেহ....
আমি তো তোমাতেই বিলীন হতেই চাই...
তোমার বুকের মায়াবী দ্বীপে মাথা রেখে
ঘুমিয়ে পড়তে চাই....
হে স্মৃতি ,,,
হে হিমেল হাওয়া,,,
হে মায়াকাজল,,,,
পঞ্চমীর চাঁদ........
তোমরা আর কোনোদিন আমাকে জাগিয়ে
দিও না....