জীবনে প্রথম ভালোবেসেছি ,একটা স্লিম তণ্বী বাঁশগাছকে
বর্ষায় তার দেহলতা দিয়ে চুঁইয়ে পড়া অশ্রুপতনে কতোই না কান্না পেয়েছে
তাই সাহস করে কোনো দুঃখজনক ভালোবাসাকে আলিঙ্গন করতে পারিনি
জীবনে প্রথম বন্ধুত্ব করেছি সূর্যের সাথে
তাই তারপর আর কোনো বিবর্ণ বন্ধু আমার জীবনে আসেনি
জীবনে প্রথম সহবাস করেছি চাঁদের খাটে জোছনার ব্রা পরা জোনাকির সাথে
সত্যি বলতে কি ,তারপর অার কোনো মেয়ের উষ্ণ সান্নিধ্য পাই নি
এখন আমি সম্পূর্ণ একা
শুধু শূন্যতার সাথে সঙ্গম করছি
এই কালবেলায় জানি আর কোন মেঘবালিকা বাড়িয়ে দেবেনা পেলব হাত
সূর্যাস্ত আর দেখাবেনা রঙি,ন প্রজাপতি
একা একা আমি এখন এক নীল সমুদ্রের তীরে হাঁটি
তারপর ক্লান্ত হয়ে দুই বেদনার নীল হাত দিয়ে খুঁড়তে থাকি এলোমেলো বালি ..........
বালির ভেতর ভেজা বালি,,,তার ভেতর আরো ভেজা বালি...
এছাড়া তো আমার আর কিছুই করার নেই
কেনো যে সমুদ্র আমাক ভাসিয়ে নিয়ে যায়না অতলে
কেনো যে মৃত্যু ডুবিয়ে দেয়না রসাতলে........