তোমার মুখে ছিল মাখনের মসৃণতা
ঠোঁটে ছিল তরোয়ালের তীক্ষ্ণতা
স্তনে অপার অনমনীয়তা
আমারও ছিল
কুরবানের মানসিকতা
চিতার মতো ক্ষিপ্রতা
হরিণের দ্রুততা
:
কেরোসিনে ঠাসা ছিল কামনা
উষ্ণতায় ভাপা ছিল শ্রমণা
:
তবুও আমরা পারিনি
নির্জনতাকে পরাস্ত করতে
একটি কুমড়ো ফুলকে ফোটাতে
তবুও আমরা শুনতে পাইনি
পাখির গান
দেখিনি
একটি সোনালি সূর্যের অবসান
তবুও আমরা পারিনি পৌঁছাতে
গোলাপ জলের স্রোতে
দেখিনি
একটি স্মরণীয় সকাল
কিশোরীর আয়নাতে
:
আমরা নিভে গেলাম
আগুনের মধ্যে জলের মতন
বরফের মধ্যে হিমের মতন
রমণে হলাম রণক্লান্ত
আবিরের স্তুপে কর্দমাক্ত
:
কোথায় পেলাম
রুপালি রোদের হাওয়া
কোথায় সেই
মেঘের মেলায় হারিয়ে যাওয়া
নদীমুখে হারালাম নাব্যতা
যৌনতা দিল শুধুই জীর্ণতা
:
শুধুই মেধাবী সময়ের অপচয়
মহার্ঘ আবেগের অবক্ষয়
শুধুই বিপন্ন বিস্ময় .............