আপনি ধারালো তরোয়াল হাতে নিয়ে
নৈরাজ্য প্রতিষ্ঠা করতে আসেননি
আপনি ধর্মের ঘোলা জলে
মাছ ধরতে আসেননি
আপনি স্বর্গের সুধার লোভ দেখিয়ে
সাম্রাজ্য বিস্তার করতে আসেননি
আপনি মানুষকে ঈশ্বরের
ক্রীতদাস বানাতে আসেননি ......
:
তবু আপনি ভারতীয় মহাদেশে
এক ভয়াল বিষ্ফোরণ
এক বিপুল বিদ্রোহ
যদিও এই বিদ্রোহে নেই
এক ফোঁটাও রক্তক্ষরণ
শুধুই প্রশান্তির প্রস্রবণ
:
আপনি এসেছিলেন এক পশলা বৃষ্টি হয়ে
সজল হাওয়া হয়ে
আপনি শেষ হয়েও অশেষ
নিভে গিয়েও জ্বলে ওঠেন
ডুবে গিয়েও ভেসে ওঠেন
শূন্য হয়েও সম্পূর্ণ
আপনি আঁধার রাতের রাজপুত্র
আপনি ভিক্ষুক
সংঘারক হয়েও সংস্কারক
করুণাপাথার
ভুবনক্রন্দন
আপনি উত্তাল ঢেউ
অনির্বাণ অগ্নিশিখা ......
:
আপনি তুচ্ছ পাখির কষ্টে কাতর হচ্ছেন
সামান্য মানুষের বেদনায় বিদীর্ণ হচ্ছেন
রাজশয্যা মনে হচ্ছে কন্টকশয্যা
স্ত্রী-সন্তান- সোনার সংসার থেকে
কোটি যোজন দুরে উপবনে অনশনে বসেছেন
লক্ষ্য --
মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে উদ্ধার করা
দুর্যোগের রাত কেটে একটি
উজ্জ্বল সকাল তাদের উপহার দেওয়া
দুঃখের প্রাচীর ভেঙে জ্ঞানের আলোয় মন্ত্রমুগ্ধ করা ।
:
আর কেউ কি মানুষের হৃদয়কে এতো কোমলভাবে ছুঁয়ে দেখেছিল?
তাদের বিষণ্ণতায় কেউ ভারাক্রান্ত হয়েছিল ?
নিষিদ্ধপল্লীতে নির্বাণের ব্যাকরণ
কেউ কি শুনেয়েছিল -----
নির্বাণ মানে নিভে যাওয়া
বিলীন হওয়া
ধ্যানমগ্ন হয়ে সত্তাকে ভষ্মীভূত করা
আত্মা দিয়ে আত্মাকে পিশে ফেলা
পাপ -পূণ্যের দোলাচলকে অনলে দগ্ধ করে
স্থূল শরীরটিকে সূক্ষাতিসূক্ষ টুকরো করে
বিশ্ব চরাচরে ছড়িয়ে দেওয়া ,
তারপর বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া ..........