শুধুমাত্র একটু ভালোবাসা পাবার আশায়,
পরে থেকেছি তোমার চরণ ধরে,
আকাশের মতো বিশাল উদার মনে তোমার,
কতো জনের ঠাই আছে শুধু আমি বিনে,
তোমার কামনার বাণে ভেসে যায় কতো জন,
আলিঙ্গন করো তুমি জনে জনে নীরবে,
আমি অপেক্ষায় থাকি তোমার,
দিন কেটে যায়, মাস কেটে যায়, কেটে যায় বছর।
আমি নিজেকে বিলাতে পারিনি আজো,
চাইলেই পারা যেতো ইচ্ছে মতো
কতো শত নীড় হীন পাখির ডানা ভেঙে দিতে,
আমি সত্যিই পারিনি সেই নোংরা খেলায়
নিজেকে বিলিয়ে দিতে একান্তে তোমার মতো,
আমি শুধু আশায় বুক বেঁধে রাখি,
তুমি হয়তো আসবে ফিরে আবারো আমার বুকে,
যা আজো তোমার জন্য হাহাকার করে।
আজো তোমাকে ঘিরেই আছে আমার সকল স্বপ্ন,
তোমাকে ছোট করে দেখার দুঃসাহস
আমার কোন কালেই ছিলো না,
আমি শুধু তোমার বিরহে বিরহী
একজন পাগল প্রেমিকও বটে, তাইতো নিজের অজান্তেই
কতো কিছু বলে ফেলি, আসলে এমনটাই হয় বুঝলে?
ভালোবাসার মানুষটা যখন জেনে বুঝেও দূরে রাখে
তখন আর বাঁচতে ইচ্ছে করে না।
তারপরেও মানুষ বাঁচে, বাঁচতে হয়, দেখাতে হয়,
আমি সুখে আছি, তোমার উপর ভরসা করি না আর এখন,
তোমার চেয়েও আমি কোন অংশে কম যাই না,
দেখো আমার চোখের নিচে তোমার মতো কালি পড়েনি,
আমি অনেক সুখে আছি, হ্যাঁ আমি সত্যিই অনেক সুখে আছি,
এখন আর তোমার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকি না,
কারো কষ্টে একটুও দুঃখ পাই না,
কিছুই আমার থেমে নেই বুঝলে? আমি সত্যিই অনেক ভালো আছি।