উত্তাল পৃথিবী
                                       লেখক : ওসমান মিঞা

বন্ধু,কী হয়েছে তোমার? কেন তুমি এতো ক্রুদ্ধ? কেন তুমি  পাগলের মতো করছো? এর জন‍্য দায়ী কারা?
কারা আবার? ঐ মানুষ নামের এক প্রাণীর কৃতকর্মের জন‍্যই আজ আমি দিশেহারা।

তুমি হঠাৎই  উন্মাদ,হঠাৎই উত্তাল,আবার হঠাৎই স্তব্ধ। এমন করিয়া কেন তুমি আমাদের করিয়াছ জব্দ?
তখনই করোনা, তখনই আমফান, তখনই আবার ছুটে আসছে পঙ্গপালের দল,
এভাবে একের পর এক গজব  আসিলে কী করে আমরা বাঁচিব বল?

অনুরোধ করি তোমায়,অনেক হয়েছে,এবার শান্ত হও,অনেক দেখালে তোমার লীলাখেলা।
এবার বুঝতে পেরেছি বন্ধু,খুব শীঘ্রই আসছে আমাদের বিদায় বেলা।

কী বলিলে? অনুরোধ করিয়াছি? কে আমি? আমাকে অনুরোধ করার কী আছে? অনুরোধ করোতো  তার কাছে,যে তোমাদের সৃষ্টি করিয়াছে।
তাহার হুকুম ছাড়া গাছের একটা পাতাও যে নড়ে না, সৃষ্টির সেরা জীব মানুষ তুমি সৃষ্টিকর্তাকে  চিনতে পারলে না।
প্রায়শ্চিত্ত করো, ক্ষমা চাও সেই মহান সৃষ্টিকর্তার কাছে, নয়তো এখন তোমাদের কপালে মহাবিপদ ঘনিয়ে আছে।