মোদের তাকবীর ধ্বনি
জয় করেছিলো পবিত্রস্থান,
আজকে মোদের রক্ত নিয়ে
ইয়াহুদীরা করিতেছে স্নান..?

হতে পারেনা, হতেও দেবোনা
আমরা বীরের জাতি,
সারাবিশ্বে আবার জ্বালাবো
দ্বীন ইসলামের বাতি।

পিছু হটবোনা হোক না
যত পিচঢালা পথ,
পাড়ি দিব মোরা তাকবীর স্লোগানে
করেছি সেই শপথ।

যতই মরিবো, দ্বিগুণ মারিবো
কালেমা মোদের বল,
বসে থাকিসনা বীর নওজোয়ান
আল-আকসার পানে চল।

কালিমার পতাকা উড্ডীন করে,
তবেই ফিরিবো ঘর,
দেরি করিসনা মুসলিম বীর
তাকবীর স্লোগান ধর।