ভাবকি তুমি আমার কথা ঠিক যেমনটি ভাবি আমি
একা কিংবা ভীড়ের মাঝে সকাল দুপুর নিশিদিনি?
রিনিঝিনি সুরের তালে অঝরে যখন বৃষ্টি ঝরে
বসে একাকি জানলা পাশে আমার কথাকি মনে পড়ে?
আমার মতোই ইচ্ছে হয়কি থাকতে যদি তুমি পাশে
হারিয়ে যেতাম দুজনে মিলে বৃষ্টি বনে মেঘে ভেসে?
খুবটি করে ভিজবো দুজন হবে কম্পন হৃদি মাঝে
এমনিতর সুখ গিতি ওহে সখা তোমারকি মনে বাজে?
তোমারকি আমার মতো চাদঁটি হেরি জাগেগো সাধ
জ্যোত্স্না মেখে তুমি আমি পাশাপশি কাটাবো রাত?
হাতটি ধরে হারিয়ে যেতে তারার মেলায় দুজন মিলে
খুব আমোদে মন ছোটেকি জোনাকিদের ঐ মিছিলে?
আমার যেমন ইচ্ছে করে তব আলিংগনে ভাসি
ফিসফিসিয়ে কানের কাছে বলি তোমায় ভালবাসি,
পিছনে এসে চুপিসারে জড়িয়ে ধরে খুব আদরে
প্রিয়তা নামে ডাকতে মোরে তোমারো-কি ইচেছ করে?
মাঝে মাঝেই স্বপন দেখি তুমি বসে মোর শিয়রে
অবাক চোখে মৃদু হেসে তাকিয়ে আছ মুখের 'পরে!
আমিওকি হে আসি প্রিয় তোমার স্বপ্নে রানীর বেশে
চোখ ইশারায় বলি কথা শিহরিত হই সুখ আবেশে?
সময় সময় কেমন জানি ভীষণ তর খায়েশ জাগে
তোমার বুকে মাথা রেখে মুখটি লুকোই পরম লাজে!
আসেকি মনে খুবটি সেজে আমি এসেছি সম্মুখে তোর
কাপছে অধর চোখের পাতা ছুটছে তুফান বুকের ভিতর
থমকে যায়কি পৃথিবী তখন টুটে যায়কি সকল বাধন
শুধু আমি আর আমি ছাড়া ভুলকি তুমি সকল সাধন?